Brightnews99 বর্তমান সময়ের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল! Brightnews99 প্রায় ২ বছর পেরিয়ে ৩ বছর হতে যাচ্ছে। Brightnews99 এর সম্মানিত সম্পাদক ও প্রতিষ্ঠাতা মোঃ ফরহাদ জাহান। তিনি দীর্ঘদিন ধরে তৃনমূল মানুষ থেকে আপমূল পর্যায়ের মানুষের আলোকিত কথা গুলো তুলে ধরে আসছেন। ওনার মূল উদ্দেশ্য আলোকিত মানুষের কথাগুলো তুলে ধরা ও সংবাদ এর মাধ্যমে আলোকিত মানুষের কথাগুলো ছড়িয়ে দেওয়া। ডিজিটাল বাংলাদেশ এর প্রতিচ্ছবি গুলো তুলে ধরছেন। তিনি বলেন Brightnews99 সব সময় সাধারণ মানুষের পাশে আছে। ওনি কৃতঙ্গতা জানাচ্ছেন তাদের যারা Brightnews99 এর সকল কাজে সহযোগিতা ও উৎসাহ দিয়ে যাচ্ছেন। বিশেষ করে – মির্জা মিনহাজ ওয়াদুদ (প্রধান উপদেষ্টা) ও ওনার পুত্র সন্তান মোঃ সিয়ান জাহান ও অন্যান্য গুনি জনকে।
