ধর্ম নিয়ে মুখ খুললেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। নিজের সঞ্চালিত কৌন বনেগা ক্রোড়পতির মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ পর্বে তিনি ধর্ম, নিজের পদবী ও তার বাবাকে নিয়ে কথা বলেন।
নিজের বচ্চন পদবী নিয়ে অমিতাভ বলেন, ‘বচ্চন পদবীটা কোনো ধর্মেরই নয়। আমার বাবা কখনই ধর্মের ভিত্তিতে পদবীতে বিশ্বাস করতেন না।’
অনুষ্ঠানে অমিতাভ বচ্চন জানান, বচ্চন নয়, তাদের পারিবারিক পদবী শ্রীবাস্তব। কিন্তু সেই পদবীকে কোনো দিনই সেভাবে মেনে নেননি তার বাবা হরিবংশ রাই বচ্চন।
বলিউড শাহেনশাহ বলেন, ‘কিন্ডার গার্টেনে ভর্তি হওয়ার সময়ে বাবা আমার পদবী বচ্চন করে দেন। যখন আদমশুমারির কর্মীরা আমার বাড়ি এল, তখন আমি বলি যে আমি কোনো ধর্মেরই অন্তর্ভুক্ত নই। আমি ভারতীয়।’
অমিতাভ তার বাবার আদর্শ নিয়ে চলেন জানিয়ে বলেন, ‘ছোট থেকেই সব সময়ে বাবাকে তার আশেপাশের প্রতিটি ব্যক্তিকে সম্মান করতে দেখেছি। দোলের সময়ে বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করা আমাদের সংস্কৃতি। আমার বাবা আমাদের বাড়ির শৌচকর্মীরও পায়ে আবির দিয়ে প্রণাম করতেন।’